তিন জেলার পৌর আধিকারিকদের নিয়ে বৈঠকে ,দ্রুত প্রকল্প শেষের উদ্যোগ।

0
294

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- কলকাতার পরে জেলা গুলির পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে ৷ তার আগে রাজ্যের বিভিন্ন পৌরসভার চলমান প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক সুডা-র(স্টেট আর্বান ডেভেলপম্যান্ট এজেন্সি)৷শুক্রবার পশ্চিম মেদিনীপুরে বৈঠকে হাজির হয়েছিলেন সুডা-র এডিশনাল ডিরেক্টর জলি চৌধুরী সহ বেশ কিছু আধিকারিক ৷ বৈঠকে পুর্ব মেদিনীপুরের ২ টি, পশ্চিম মেদিনীপুরের ৭টি,ঝাড়গ্রামের একটি পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷
শুক্রবার মেদিনীপুর শহরের জেলা শাসকের দফতরে দুভাগে বিভক্ত করে বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যার প্রথমটি ছিল সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট বিষয়ে ৷ দ্বিতীয়টি ছিল বাংলার বাড়ি প্রকল্পের বিষয়ে আলোচনা ও উপভোক্তাদের বাড়ি বিলি ৷ প্রথমের বৈঠকে -আদিকারিক জলি চৌধুরী কথা বলেন এই সমস্ত পুরসভার আধিকারিকদের একটি দলের সাথে ৷ সেখানে প্রতিটি পুরসভাকে জানিয় দেওয়া হয় -এবার থেকে পৌরবাসীর বর্জ সামগ্রী পৃথকীকরনের মাধ্যমে সংগ্রহ করতে হবে ৷ এতোদিন যা একসঙ্গে সংগ্রহ করা হতো ৷ যা ইতিমধ্যে মেদিনীপুর পৌরসভাতে শুরু হয়েছে ৷ সকলকেই তা করতে হবে ৷ আগামী জানুয়ারীর মধ্যে সেই কাজ করতে হবে ৷
পরবর্তী বৈঠকে জেলা শাসকের দফতরের অপর প্রান্তে এসএইচ জি বিল্ডিং এ হয় ৷ সেখানেও ওই পৌরসভাগুলির অপর আর একদল আধিকারিক উপস্থিত ছিলেন ৷ তাদের সামনে বাংলার বাড়ি- প্রকল্পের কাজ নিয়ে আলোচনা হয় ৷ মেদিনীপুর পৌরসভার আওতায় থাকা একশত উপভোক্তার বাড়ির চাবি তাদের হাতে তুলে দেন উপস্থিত আধিকারিকরা ৷ পরে বিভিন্ন পৌরসভাগুলির কাজ কতদুর কি চলছে তা আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে ৷ সকলকেই
এদিন জলি চৌধুরি বলেন-সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট নিয়ে প্রথম কর্মশালাতে সকলকে নতুন পদ্ধতিতে বর্জসংগ্রহের রাস্তা বলা হয়েছে সকলকে ৷ ফেব্রুয়ারীর মধ্যে যাতে সকলে এই প্রকল্প রুপায়ন করতে পারেন তার জন্য অনুরোধ করা হয়েছে সকলকে ৷ দ্বিতীয় বৈঠকে বাংলার বাড়ি কর্মশালা ৷ সেখানে বাড়ি বিলি করে বিভিন্ন পৌরসভার চলমান প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়েছে ৷ দ্রুত কাজ সবাইকে শেষ করতে বলা হয়েছে ৷
তবে বিষয়টিকে কটাক্ষ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি ৷ বিজেপির জেলা সহসভাপতি অরুপ দাস বলেন- এতোদিন পৌরসভা গুলির নির্বাচন না করিয়ে যথেচ্ছ বেনিয়মে টাকা লুঠ করা হয়েছে ৷ পৌরসভার নির্বাচন আসছে দেখে এগুলি আই ওয়াশের চেষ্টা হচ্ছে মাত্র। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপি কোনদিনও উন্নয়নের কাজ করেননি। কেবলমাত্র উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করে। তাই উন্নয়নের কাজ হচ্ছে জেনে ওদের রাগ হচ্ছে। পৌরসভা নির্বাচনে মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here