সরকারি ধান ক্রয়ের ব্যবস্থায় হয়রানির অভিযোগ কৃষকদের।

0
731

বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুরঃ সরকারি ধান ক্রয়ের ব্যবস্থায় হয়রানির অভিযোগ কৃষকদের। দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি কৃষক যাতে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে সেই দাবী সহ মোট ৩ দফা দাবী জানিয়ে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য দপ্তরের ডিস্ট্রক্ট কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি। দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির অভিযোগ সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির ব্যবস্থায় কৃষকদের ধান বিক্রি করতে হয়রানির মুখে পড়ে হচ্ছে। তাদের অভিযোগ মুষ্ঠিমেয় কিছু কৃষক সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারলেও সারাদিন মাঠে পরিশ্রম করা কৃষকদের চলতি সরকারি সিস্টেমে ধান বিক্রি করতে অসুবিধা হচ্ছে। যে কারনে সরকার নির্ধারিত দর কুইন্টাল প্রতি ১৯৬০ টাকা ধান বিক্রির পরিবর্তে সিস্টেমের এই জটিলতার কারনে কৃষকরা খোলা বাজারে কুইন্টাল প্রতি ১৪০০ টাকা দরে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ফলে কৃষকদের আর্থিক ক্ষতি হচ্ছে। দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে, বর্তমানে চলা সিস্টেমে বেশীরভাগ কৃষকরা ধান বিক্রি করার সময় পাচ্ছে না, কৃষক বন্ধু কার্ড করতে হবে, ব্যাঙ্কের একাউন্ট করতে হবে, আধার কার্ড করতে হবে তারপর দিনের পর দিন ঘুরতে হবে। একইসঙ্গে সারের কালোবাজারিরও অভিযোগ এদিন তুলেছে আন্দোলনরত সংগঠন দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here