নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শনিবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হল। এদিনের গেট মিটিং-এ তৃণমূলের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এদিন উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা উত্তম সাহা, রাম চন্দ্র লোহার, সিরিল বাঘোয়ার,সৌমেন রায় ছিলেন তৃণমূল নেতা আনন্দ খাড়িয়া, দেবজিত পাল, মনোজ রায় প্রমুখ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শনিবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে...