জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা পুলিশের মানবিক মুখ।সাধারণ মানুষের পাশে দাড়াতেই রক্ত দানের মতন মহত কাজে এগিয়ে আসলেন।শনিবার জেলা পুলিশ সুপার দেবষি দত্ত এর উৎবোধন করেন।জলপাইগুড়ি পুলিশ লাইনে এই শিবির টি পরিচিলনা করতে সাহায্য করে জলপাইগুড়ি সদর হসপিটালের চিকিৎসক রা।সংগৃহিত রক্ত ব্লাড ব্যাংকে পাঠিনো হয়েছে বলে জানা গেছে। জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত প্রথম রক্তদান করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি জলপাইগুড়ি শহরবাসীকে রক্তদান মহৎ দান তাই তিনি জলপাইগুড়ি শহরবাসীকে অনুরোধ করলেন রক্তদানের জন্য কারণ রক্ত তৈরি করা সম্ভব না শুধুমাত্র দানের ফলে রক্ত ঘাটতি মেটানো সম্ভব তাই তিনি সকলকে রক্তদানের মহৎ কাজের জন্য এগিয়ে আসতে বললেন।জেলা পুলিশ সুপার ও নিজে আজ রক্ত এখানে দিলেন