গোটা রাজ্যের পাশাপাশি মালদহের বামনগোলার পাকুয়া হাটেও পালিত হল অধিবাসী ভাষা স্বীকৃতি দিবস।

0
304

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-গোটা রাজ্যের পাশাপাশি মালদহের বামনগোলার পাকুয়া হাটেও পালিত হল অধিবাসী ভাষা স্বীকৃতি দিবস। এদিন পাকুয়াহাটের বাস টার্মিনাস এলাকায় ধামসা মাদলের তালে অলচিকি ভাষায় গান ও নিত্য মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। পাশাপশি আদিবাসীদের অলচিকি ভাষার লেখক পণ্ডিত রঘনাথ মূর্মূর প্রতীকী ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।

জানা যায়, ২০০৩সালে এই আদিবাসী ভাষা বা অলচিকি ভাষার স্বীকৃতি পাওয়ার পর থেকেই প্রতি বছর আজকের দিনে দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিনের ওই ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগলার বিডিও রাজু কুন্ডু বামন গোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী পাকুয়াহাট অঞ্চল প্রধান সুনীল মণ্ডল বামন গোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here