বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্রে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে “ঠাকুরের বিশেষ উৎসব”গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। তাই প্রতিবছরের ন্যায় এবছরও বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু দিবস পালন করা হয়। এদিন মন্দিরে পূজার্চনা ও হোমযজ্ঞ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজ ও ভক্তবৃন্দ। এদিন দুপুরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় কল্পতরু উৎসব পালন।

Leave a Reply