করোনার তৃতীয় ঢেউয়ের প্রথম দিনের লকডাউন কেমন হচ্ছে! নিজে গাড়ি চালিয়্র তা ঘুরে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক।

0
314

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- নিজে গাড়ি চালিয়ে লকডাউন কেমন হচ্ছে তা খতিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত । ঝাড়গ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহকুমা শাসক তাঁর সিকিউরিটি কমিয়ে দিয়েছেন । ড্রাইভারের পরিবর্তে নিজেই গাড়ি চালাচ্ছেন । সোমবার   ঝাড়গ্রাম পৌর এলাকা সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন ঝাড়গ্রাম জেলা শাসক জয়শি দাশগুপ্ত । সেই মত এদিন সকাল থেকেই কড়া কড়ি ভাবে লকডাউন চলছে ঝাড়গ্রামে । সকাল থেকেই সব দোকান বাজার বন্ধ । বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সকল অফিস । কেবল ব্যাংক , পোস্ট অফিস , পেট্রোল পাম্প , হাসপাতাল খোলা রয়েছে । ঝাড়গ্রাম শহর ঢোকার প্রতিটি রাস্তার ব্যারিকেড দিয়ে পুলিশ বন্ধ করে দিয়েছে । এর মধ্যেই হঠাৎ দেখা গেল ঝাড়গ্রামের মহকুমা শাসক নিজে গাড়ি চালিয়ে লকডাউন পরিদর্শন করেছেন । রাস্তার মোড়ে মোড়ে যেসকল পুলিশ কর্মীরা কর্তব্যরত ছিলেন তাঁদের কাছে গাড়ি থামিয়ে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন । এছাড়াও শহরের সবজি বাজারে পৌরসভার কর্মীরা সিনিটাইজেশনের কাজ করছিল । সেই সময় মহকুমা শাসক নিজেই গাড়ি চালিয়ে সবজি বাজার পৌঁছায় । নিজে দাঁড়িয়ে থেকে কোন কোন জায়গায় সিনিটাইজেশন করতে হবে তা নির্দেশদেন । মহকুমা শাসক বলেন , করোনা পরিস্থিতিতে যাতে গাড়িতে কম লোক থাকে তার জন্য আমি একজনকে সঙ্গে নিয়ে বেরিয়েছি । আমি নিজে গাড়ি চালাতে জানি ডাইভিং লাইসেন্স রয়েছে । তাই নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছি ।  যাতে কম লোকের সংস্পর্শে আসতে পারি ।  বাজারে আজকে হাই রেস্ট্রিকশন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । তা কিভাবে পালিত হচ্ছে তা আমি দেখার জন্য নিজে বেরিয়েছি ।