বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুরে শনিবার গভীর রাতে একটি টিভি দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ ।

0
453

নিজস্ব সংবাদদাতা, মালদা::-বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুরে শনিবার গভীর রাতে একটি টিভি দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল লক্ষীপুর বাজারে একটি টিভির দোকানে অভিযান চালায় ।
সেই দোকানে তল্লাশি চালানোর সময় একটি সবুজ রঙের কন্টেনারের মধ্যে প্লাস্টিকের থলের ভিতর থেকেই ২৫রাউন্ড নাইন এমএম পিস্তলের কার্তুজ উদ্ধার করে পুলিশ ।

ওই টিভির দোকান থেকে জনৈক দীপক মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ ।
জানা গিয়েছে, জনৈক ওই ব্যক্তিই ওই টিভির দোকানের মালিক । তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্র মোহন টোলায় ।
পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ।