প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবল বাদ, প্রতিবাদের বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।

0
356

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এবার আসন্ন 26 শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসের মূল যে অনুষ্ঠান দিল্লির রাজপথে অনুষ্ঠিত হবে, অন্যান্য বারের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সহ বিভিন্ন বাংলার মনীষীদের নিয়ে একটি সুসজ্জিত ট্যাবল সেই অনুষ্ঠানের জন্য তৈরি করে ছিলো,তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের সেই ট্যাবলটি প্রজাতন্ত্র দিবসের মূল কুচকাওয়াজের যে প্রদর্শনী তার থেকে বাদ পরেছে বলে জানা গিয়েছে, সোমবার এরই বিরুদ্ধে জলপাইগুড়ির নেতাজি মূর্তির পাদদেশে অনশন বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ,
এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজিৎ সরকার জানান, বীর শহীদদের নিয়ে তৈরি প্রজাতন্ত্র দিবসের জাতীয় অনুষ্ঠানের জন্য নির্মিত ট্যাবল বাতিলের বিরুদ্ধে এই বিক্ষিভ প্রীতিবাদ।