মাস্ক না পরলে কান ধরে ওঠবোস কিংবা লাঠি পেটাকরে বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ।

0
605

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্যানিং ১ ব্লকে দিনে দিনে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।ইতিমধ্যে ক্যানিং মহকুমা এলাকায় পাঁচশোর অধিক মানু করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ক্যানিং স্টেডিয়ামের কোভিড হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন। অন্যান্যরা রয়েছেন সেফ হোমে।
ফলে করোনা সংক্রমণের বাড় বাড়ন্ত রুখতে বিগত দিনে ক্যানিং বাজার,গোসাবা এবং বাসন্তী ব্লকের বাজার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
এবার ক্যানিংয়ের তালদি ও সাতমূখী বাজার তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন।সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।
আর সেই কারণে আরো দৃঢ়তার সাথে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো ক্যানিং থানার পুলিশ প্রশাসন।এদিন সকাল থেকেইসাতমূখী ও তালদি বাজার এলাকায় চলছে পুলিশের অভিযান।
মাস্ক না পরা ব্যক্তি নজরে পড়লেই পুলিশ তাদের কে প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস করাচ্ছে।এমন কি অবাধ্যদের সচেতন করতে মৃদু লাঠি পেটাও চলছে।এমন ঘটনায় সচেতন মানুষজন খুবই খুশি। তাদের দাবী করোনা বিধির সচেতনতা অবশ্যই পালন করা উচিত। তাহলে সংক্রমণ কমবে।