নদীয়ার কল্যাণী ব্রিজ তৈরি বড় ঘোষণা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের, দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে এলাকাবাসীর।

0
266

নদীয়া-কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কল্যাণীর কাছে চর যাত্রাসিদ্ধি গ্রামে একটি পাকা সেতু নির্মাণ করা হবে বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। আজ তিনি ওই এলাকায় ভগ্নপ্রায় কাঠের সেতুটি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের জানান, করোনা জনিত পরিস্থিতিতে পাকা সেতু তৈরি করা সম্ভব হয়নি। সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্প বা এমপি ল্যাডের অর্থে কাজ আবার শুরু হয়েছে। এই অর্থে সেতু ছাড়াও রাস্তা নির্মাণ, আলো লাগানোর কাজ করা হবে।
উল্লেখ্য, চর- যাত্রাসিদ্ধি গ্রাম ছাড়াও গঙ্গা তীরবর্তী চর-জাজিরা, চর-যদুবাটি প্রভৃতি গ্রামের সংযোগকারী এই সেতুটি দীর্ঘকাল বেহাল অবস্থায় পড়ে রয়েছে।