সাইথিয়া সবজি বাজারে সচেতনতা প্রচার চালালো বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ।

0
326

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাইথিয়া সবজি বাজারে সচেতনতা প্রচার চালালো বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ। দুই ক্ষুদে শিল্পী আর্য সিনহা ও সৃক্কনী ঠাকুর তাদের গানের মধ্য দিয়ে মাস্ক পরা সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার অনুরোধ করে তারা,এছাড়াও মাস্ক বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে, উদ্যোক্তাদের তরফ থেকে নয়ন সিং ও বনিতা দাস জানান, আমরা এই সচেতনতা মূলক প্রচার এ অনেকদিন আগে থেকেই নেমেছি, আমরাই এই কর্মসূচি গোটা জেলা ঘুরে করার চিন্তা ভাবনা নিয়েছি আগামী দিনে।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, বীরভূম।