বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে করোনা বিষয়ে সচেতনতা প্রচার।

সুদীপ সেন, বাঁকুড়া:- করোনা, ডেল্টা প্লাস, ওমিক্রণ, কোভিড টিকা করন,___”’ এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা গ্রস্ত ও দ্বিধা গ্রস্ত আমূল পশ্চিমবঙ্গ বাসী।

মানুষের মধ্যে এই রোগের প্রভাব, ঔষধের ব্যবহার, মাস্ক পরা,এবং আমাদের কি করা উচিত _ এই বিষয়ে শুরু হয়েছে দ্বিধা দ্বন্দ।

ঠিক এইসময় মানুষ কে সর্বক্ষেত্রে সঠিক দিশা দেখাতে যেমন সবসময় এগিয়ে আসে বিজ্ঞান মঞ্চ, এদিন তাই করলো বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির সদস্য রা।

বাঁকুড়া শহরের বাজার এলাকায় এই করোনা পরিস্হিতি তে আমাদের কি করা উচিৎ, কি করা উচিৎ না, সেই বিষয়ে মানুষকে সচেতন করেন।

পথ চলতি মানুষ বিজ্ঞান মঞ্চের এই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *