নদীয়ার শান্তিপুরে মহিলা যৌনকর্মীদের সচিত্র পরিচয় পত্র তৈরির কাজ শুরু হলো।

0
345

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– দাম্পত্য কলহ হোক অথবা সামাজিক অবক্ষয় সংসারের নানান ঘাত-প্রতিঘাতে সহনশীলতা কমছে ক্রমশ। আর তার ফলে অর্থনৈতিক ভাবে পরাধীন মহিলারা অনেকেই বেছে নিচ্ছেন যৌনকর্মী পেশা। নিজের লোকালয় ছেড়ে অনেক দূরে আশ্রয় নিয়েছেন অনেকেই। মূল্যবান দেহই যেখানে বিক্রয়ের পণ্য সচিত্র পরিচয় পত্র, ভোটার কার্ড সেখানে অনেকটাই গুরুত্বহীন। তাই বছরের পর বছর তারা নাম পদবী পরিচয়বিহীন। সরকারের সদিচ্ছা থাকলেও, তাদের কোনরূপ সহযোগিতা করা সম্ভব হয় না, সরকারি বিভিন্ন প্রকল্প থেকেও তারা থেকে বঞ্চিত। তাই পরিচয় পত্র তৈরি করার ক্ষেত্রে বেশ খানিকটা নিয়ম শিথিল করে যৌনকর্মীদের ভোটার কার্ড তৈরির কাজ শুরু করলো শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিস। নদীয়া শান্তিপুর দুর্বার মহিলা সমিতির ব্যবস্থাপনায় গত দু’দিন ধরে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানান অতিসত্বর, কাগজপত্র দেখে জেলা প্রশাসনের অনুমতি ক্রমে ফটো তোলার কাজ শুরু হবে শীঘ্রই। এখনো পর্যন্ত দুই শতাধিক মহিলা যৌনকর্মী তাদের আবেদন পত্র জমা দিয়েছেন। বিগত দিনেও এইভাবে সচিত্র পরিচয় পত্র দেওয়া হয়েছিলো।