বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মুড়োমাঠ সংলগ্ন একটি জংগল থেকে 7 MM পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ সহ গাজু ডোম নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ঐ দুষ্কৃতীর বাড়ি সিউড়ী থানার কোমা পঞ্চায়েতের জানুরি গ্রামে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে।