নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার কৃষ্ণনগরে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস নামাঙ্কিত SBSTC বাস টার্মিনালের শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল কৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন নরেশ দাস নদীয়া জেলার সভাপতি জয়ন্ত সাহা সহ একাধিক ব্যক্তিত্বরা। এদিনের এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ পরিবহন দপ্তরের চেয়ারম্যান জানান দীর্ঘদিনের অপেক্ষার পর এই বাস পরিষেবা চালু হল প্রথমে চারটি বাস চালু হলো এরপর থেকে বিভিন্ন জায়গায় এই বাস টার্মিনাল থেকে বাস ছাড়বে বলে তিনি জানান। রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি জানান আগামী দিনে এই বাস টার্মিনাল বাস পরিষেবার পাশাপাশি সাধারণ মানুষের থাকার জন্য কিছু পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবেন। তবে নেতাজির 125 তম নেতাজির জন্মদিন এই শুভদিনে সাধারণ মানুষের জন্য এই দক্ষিণবঙ্গ বাস পরিষেবা উপকৃত হবে বলে আশাবাদী।