লটারিতে প্রতারিত হয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য মারিশদা থানার মশাগাঁরয়।

0
282

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- লটারিতে প্রতারিত হয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মশাগাঁর এলাকায়, জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত ওঝা, বয়স আনুমানিক ৪৫ বছর, বিশেষ সূত্রে জানা গিয়েছে লটারিতে তার নাকি ৪০ লক্ষ-টাকা জিতেছেন, এমন ফোনে প্রলোভন দেখিয়ে দফায় দফায় ১৭ লক্ষ টাকা আত্মসাতের পর লটারিতে জেতা টাকা না পেয়ে অবশেষে মানসিক অবসাদে আত্মহত্যা করল ওই ব্যক্তি, নিজের জমি ও বাড়ি বিক্রি করে সর্বস্ব খুইয়ে এমন আত্মহত্যা করেছে বলে মৃতব্যক্তির পাশ থেকে পাওয়া সুসাইড নোটে এমনটাই জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।