চোলাই মদের ঠেক ভাঙ্গাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা, চরম উত্তেজনা এলাকায়।

0
342

মনিরুল হক, কোচবিহারঃ চোলাই মদের ঠেক ভাঙ্গাকে কেন্দ্র করে, গ্রামের মহিলা সমিতির সঙ্গে হাতাহাতি মদের কারবাড়িদের। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েত শালডাঙ্গা এলাকায়।
দীর্ঘদিন থেকে ওই এলাকায় চোলাই মদের রমরমা কারবার চলছিল বলে অভিযোগ, যার ফলে নষ্ট হচ্ছে গ্রামের অধিকাংশ ছাত্র-যুব থেকে শ্রমজীবী পরিবার। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গ্রামের মহিলারা কয়েক সপ্তাহে আগেও অভিযানে নেমে হাতেনাতে ধরে চোলাই মদ এর পাউন্ড এর প্যাকেট, হুঁশিয়ারিও দেওয়া মদ কারবারিদের সঙ্গে যুক্তদের।
ফের সোমবার সন্ধ্যে নাগাদ অভিযানে নামে গ্রামের মহিলা সমিতির সদস্যরা, গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে পায় বেশ কিছু চোলাই মদের ড্রাম, ও পাউন্ড, পরবর্তীতে মদের কারবারি সঙ্গে জড়িত ওই মহিলাকে খুটিতে বেঁধে মদ ঢেলে দেওয়া হয় শরীরে।। পরবর্তীতে অভিযুক্ত মহিলা খুঁটির বাঁধন খুলে পালিয়ে ঘরে ঢুকতে যাওয়ায় সময় মহিলারা সমিতির সদস্যরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে, মহিলা সমিতির এক সদস্যর উপর বাঁশ দিয়ে হামলা করার অভিযোগ ওঠে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে। পরে দু’পক্ষের হাতাহাতি তে বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। জড়ো হয় এলাকার মানুষ। গোটা ঘটনার খবর দেওয়া হয় বক্সিরহাট থানার পুলিশকে পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।