আবদুল হাই, বাঁকুড়াঃ আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়াই শিক্ষালয়।আজ সোমবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।পাড়াই শিক্ষালয় শুরু হবে এই ঘোষণার পর খুবই খুশি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামের অভিভাবক ও অভিভাবিকারা। অভিভাবক ও অভিভাবিকারা বলেন। দীর্ঘ কয়েক বছর স্কুল বন্ধ হওয়ার ফলে বাচ্ছা ছেলে মেয়েদের পড়াশোনার উপর আগ্ৰহ কমে গেছে।প্রায়ই সময় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাজ্য সরকার পাড়াই শিক্ষালয় খোলার যে উদ্যোগ নিয়েছেন এর জন্য রাজ সরকারকে ধন্যবাদ জানাই আমরা।
পাড়ায় শিক্ষালয়, খুবই খুশি অভিভাবক ও অভিভাবিকারা ।

Leave a Reply