50 জনকে প্রথমে সমব্যাথী প্রকল্পের 2000 টাকা তুলে দেওয়া হলো।

0
446

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ নদীয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলের হরিপুর গ্রাম পঞ্চায়েতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দেওয়ার যে অনুষ্ঠান ছিল তাতে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এদিন পঞ্চায়েত থেকে 50 জনকে প্রথমে সমব্যাথী প্রকল্পের 2000 টাকা তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে এসে হরিপুর অঞ্চলের একটি মহিলা কলেজ করার প্রস্তাব রাখলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, এবং পঞ্চায়েত কেউ এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি আরজি রাখেন।