দক্ষিণ দিনাজপুরঃ নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক, এই বার্তা প্রদান করে দক্ষিণ দিনাজপু জেলায় পালিত হল জাতীয় ভোটার দিবস। মঙ্গলবার ১২তম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের ব্যবস্থাপনায় বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গেরুয়া-সাদা-সবুজ রঙের বেলুন আকাশে উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে যে অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক যথাক্রমে বিবেক কুমার ও শুভাশিষ বেদ এবং বালুরঘাট মহকুমার মহকুমাশাসক সুমন দাশগুপ্ত। ভিডিও মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের চিফ ইলেকট্রোরাল কমিশনার সুশীল চন্দ্র। তিনি নতুন নির্বাচকদের স্বাগত জানিয়ে বলেন নির্বাচকরাই ভারতের নির্বাচন কমিশনের প্রকৃত নায়ক। অনুষ্ঠানে উপস্থিত নতুন নির্বাচকরা এদিন নির্বাচকের শপথ বাক্য পাঠ করেন। এদিন জাতীয় ভোটার দিবস পালনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভার প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু একজন সেরা ইলেকট্রোরাল রেজিষ্ট্রেশন অফিসার এবং একজন সেরা বি.এল.আর.ও মিলিয়ে মোট
Home রাজ্য উত্তর বাংলা নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক, এই বার্তা প্রদান করে দক্ষিণ দিনাজপু...