সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় জোর রেলের।

0
226

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং — সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করলো রেল পুলিশ।বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার তথা সিংহদুয়ার ক্যানিং ষ্টেশনে তল্লাশি অভিযান চালালো রেল পুলিশ। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রেলওয়ে ষ্টেশনে তল্লাশি অভিযান চালায় জিআরপি ও আরপিএফ। ষ্টেশনের বিভিন্ন প্রান্ত, ষ্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকা, ট্রেনের ভিতর এমনকি রেল যাত্রীদের ব্যাগপত্র ও তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ কর্মীরা।সাধারণতন্ত্র দিবসের আগে যাতে করে কোনরকম নাশকতার ঘটনা রেলষ্টেশন চত্বরে এলাকায় না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে জানান পুলিশ কর্মীরা। নাশকতা রুখতে পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে সাধারণ নিত্য রেলযাত্রীরাও।
অন্যান্য বছরের ন্যায় স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসের আগে রেলের সুরক্ষা জোরদার করা হয়। এবারও তার অন্যথা হয়নি। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ষ্টেশনে এই তল্লাশিতে ব্যাপক জোর দেওয়া হয়। কারন ক্যানিং ষ্টেশন সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় সুন্দরবনের জলপথ ব্যবহার করে দুষ্কৃতীরা এইসব এলাকায় ঢুকে নাশকতা চালানোর একটা বড় ধরনের আশঙ্কা থেকেই যায়।এছাড়াও গত কয়েকদিন আগেই ক্যানিং ষ্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে বাসন্তী,ঘুটিয়ারীশরীফ এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র,গাঁজা ও হেরোইন সহ বেশ কয়েকজন দুষ্কৃতি কে গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। আর সেই কারণে যাতে দুষ্কৃতিরা কোন প্রকার নাশকতার ছক কষতে না পারে সেই কারণে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই ক্যানিং সহ সমস্ত ষ্টেশন গুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।সোমবার সকাল থেকেই বিভিন্ন যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে সন্দেহ ভাজন কিছু দেখলেই তল্লাশি করছেন রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের এমন তৎপরতায় খুশি সাধারণ যাত্রীরা। তবে শুধুমাত্র স্বাধীনতা দিবস বা সাধারণতন্ত্র দিবস নয়, সারা বছর ধরেই রেলের এমনই নিরাপত্তা ব্যবস্থা থাকলে আরও ভালো হতো বলেই দাবী সাধারণ রেলযাত্রী ভাষ্কর দাশ,সুরজিত সরদার,সুনীল শিকারীদের।

নিত্য যাতায়াতকারী রেলযাত্রী সৌরভ বিশাল বলেন “এটা খুবই ভালো উদ্যোগ। তবে সারা বছর ধরেই যদি এমন উদ্যোগ নেওয়া হয় তাহলে যাত্রী নিরাপত্তা আরও সুরক্ষিত হবে”।