বাঁকুড়া পৌরসভার উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন।

0
286

সুদীপ সেন, বাঁকুড়া:- ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বাঁকুড়া পৌর সভার উদ্যোগে অনুষ্ঠিত হলো অনুষ্ঠান।

পৌরসভায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ার পার্সন অলকা সেন মজুমদার।
সঙ্গে ছিলেন পৌর সভার ভাইস চেয়াম্যান গৌতম দাস এবং অন্যান্য আধিকারিক গণ।

এরপর পৌরসভার মোহন বাগণ পার্কে হয় দিন টি উদযাপন।

পৌরসভার অনাথ আশ্রম শান্তি নীড়ে পৌরসভার পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়।
আবাসিক দের মধ্যে ফল বিতরণ করা হয় আজকের এই পবিত্র দিনে।