৭৩ তম প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়কে।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বুধবার ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রজাতন্ত্র দিবস উদযাপনে উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রজাতন্ত্র দিবস উদযাপনের নন্দীগ্রাম বিধানসভা এলাকায় দশটি মন্দির কমিটির হাতে সিসি ক্যামেরা এবং মাইক সেট এবং কুড়ি জন লোক শিল্পীদের হাতে মৃদঙ্গম তুলে দেন। এইদিন সর্বশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শিলান্যাস নেয় উদ্বোধনে বিশ্বাসী। তিনি বলেন বহু জায়গায় সেজন্য আগে হয় কিন্তু তারপরও শ্যাওলা পড়ে যায় তাই তিনি উদ্বোধনে বিশ্বাস করেন। প্রজাতন্ত্র দিবসের রাজ্যের বিরোধী দলনেতা কে না ডাকার প্রসঙ্গে বলেন পূর্ববর্তী বিরোধী দলনেতা আব্দুল মান্নান কাভিড পরিস্থিতিতেও পেয়েছিলেন কিন্তু তিনি ডাক্ পান নি। এই না ডাক পাওয়ার প্রসঙ্গে আরো বলেন ক্যান্সারের কেমো বেরিয়ে গিয়েছে কিন্তু হিংসার কোনো ওষুধ নেই, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, সেই জ্বালা সহ্য করতে পারেননি তিনি, আর সেই হিংসে থেকেই তিনি ডাক পাননি বলেই জানান তিনি, এক কথায় বলা যেতে পারে ফের একবার ডাক প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন বিরোধীদলীয় নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *