আলিপুরদুয়ার জেলার কালচিনি থানা ময়দানে আয়োজিত হল জয় জোহার মেলা।

0
488

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি থানা ময়দানে আয়োজিত হল জয় জোহার মেলা । আদিবাসী সমাজের সংষ্কৃতি জন সমক্ষে তুলে ধরার জন‍্য এই জয় জোহার মেলা আয়োজিত হচ্ছে। এদিন বিকেলে কালচিনি থানা ময়দানে জয় জোহার মেলা সূচনা করেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা ।