বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বসত বাড়ির সহ দুই দিন মজুরের তিনটি ঘর।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বসত বাড়ির সহ দুই দিন মজুরের তিনটি ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছেন রফিকুল ইসলাম,ফাজেরুল আলি ও নাসিমা বেওয়া।আগুন কিভাবে লেগেছে তা সঠিক জানা যায়নি।

জানা যায় আগুনের লেলিহান শিখা এতই তেজ ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও অলংকার এবং কিছু টাকা পয়সা।প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।ঘন্টাখানেক একটি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও সবকিছু সর্বস্বান্ত হয়ে যায় ওই তিন দিনমজুরের।পরিবার তিনটি বর্তমানে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে বসবাস শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *