দুয়ারে মদ প্রকল্প বন্ধের দাবিতে ঝাড়গ্রাম শহরে এসইউসিআইয়ের বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বাড়তি রাজস্ব আদায়ের নাম করে রাজ্যের আবগারি দপ্তর বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার জন্য ‘ই-রিটেল পোর্টাল’ চালু করতে চলেছে। রাজ্যের মানুষ বলছেন “দুয়ারে মদ প্রকল্প”। নিত্য দিনের অভিজ্ঞতা হল, দিনের পর দিন খুন-জখম -রাহাজানি-নারী-নির্যাতন-ইভটিজিং-ধর্ষণ-গণধর্ষণ-ধর্ষণ করে খুন,পারিবারিক অশান্তি বাংলার বুকে বেড়ে চলেছে। এ ধরনের পৈশাচিক অপরাধে অভিযুক্তরা সমস্ত ক্ষেত্রেই মদ্যপায়ী।
বিগত সরকার রাজস্ব আদায়ের একই অজুহাতে এনেছিল “রেডি টু ড্রিঙ্ক” ।এর ফলে ছাত্র যুব সমাজের নৈতিক অধঃপতন আরো ভয়াবহ হবে। যখন মানুষের কাজ চলে যাচ্ছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, রোজগার নেই, ঘরে ঘরে বেকার, শিক্ষা স্বাস্থ্য পরিষেবা অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষের জীবনে আরো চরম সর্বনাশা নেমে আসবে। জাতীয় স্বাধীনতা আন্দোলনের যুগে সর্বস্তরের মানুষ ও সংগ্রামী যোদ্ধারাও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার পাশাপাশি মাদকদ্রব্য বিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল। তাই আমরা দাবি করছি বাংলা জুড়ে আওয়াজ তুলতে হবে ,দুয়ারে মদ চাই না, চাই খাদ্য শিক্ষা স্বাস্থ্য চাকরি, চাই নারী-শিশুসহ মানুষের জীবনের নিরাপত্তা। এই নিয়ে আজ ঝাড়গ্রাম শহর জুড়ে এস ইউ সি আই ও তার যুব সংগঠন এ আই ডি ওয়াই ও মহিলা সংগঠন এ আই এম এস এস প্রচার এবং পথসভা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *