আবার বসন্ত এসেছে, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুটেছে বিদ্যালয়ের উদ্যানে। স্কুল খোলার আনন্দে শিক্ষক অজয় কুমার রজক বেঁধেছে গান।

আবদুল হাই, বাঁকুড়াঃ করোনা পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে দীর্ঘ দু’বছর পর খুলেছে স্কুল।
স্কুল বন্ধের সময় নিয়ম করে শিক্ষকদের স্কুলে যেতে হলেও করোনা বিধি-নিষেধের জেরে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার উপায় ছিল না, তাই ছাত্র-ছাত্রীর জন্য স্কুলে শিক্ষকদের মন জুড়ে বাসা বেঁধেছিল একরাশ হতাশা আর নিরানন্দ।
বসন্তের বাতাস যেমন কোকিলের কুহু কুহু কুজনে মন জুড়ে আনন্দ সঞ্চার করে তেমনি স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে হৈ-হুল্লোড়, কলতান, হাজার দুষ্টুমি এবং শিক্ষকদের স্নেহ-ভালবাসা আর অনুশাসনের হয়ে ওঠে নন্দনকানন কিন্তু করোনা কেড়ে নিয়েছিল সেই সুখের মুহূর্ত গুলি আর সেই কারণেই ভালো ছিলনা ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক মহলও। অবশেষে দীর্ঘ প্রায় দুই বছর পর করোনা কে হারিয়ে খুলে গিয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধ দরজা। খুশি সমস্ত স্তরের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক মহল আর সেই খুশিতে গান বেধেছে সোনামুখী বি,জে হাইস্কুলের শিক্ষক অজয় কুমার রজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *