কাজ করতে গিয়ে জল জলট্যাঙ্কির উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

0
223

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ বুধবার সকালে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত নারায়নঘাটি হসপিটাল চত্বরে জলট্যাঙ্কির উপর কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে মৃত্যু হয় বছর তিরিশেক জানে আলম শেখ বাড়ি রায়গঞ্জে । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়নঘাটি হসপিটাল মোড়ে । এদিন সকালে কাজ করতে গিয়ে স্লিপ কেটে উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, কোটাসুর, ময়ূরেশ্বর, বীরভূম ।