চাকদায় সোনার দোকানে ডাকাতি।

0
291

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদায় সোনার দোকানে ডাকাতি। গতকাল রাতে চাকদায় একটি সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনার রুপার গহনা সহ কিছু টাকা লুঠ করে দৃষ্কৃতীরা। আজ সকালে দোকান মালিক স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে দোকানে আসেন। এসে দেখেন দোকানের shuter ভেঙে সমস্ত গহনা টাকা লুঠ করে দৃষ্কৃতীরা। চাকদা থানায় এই বিষয়ে অভিযোগ জানানো হয়।