নদীয়া মাজদিয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘরের ছেলে ঘরে ফিরুক এমনই আর্তনাদ মায়ের। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তোলপাড় গোটা বিশ্ব। ঠিক তখনই নদীয়ার মাজদিয়ার ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবার চিন্তাই ও আর্তনাদে ভেঙে পড়েছে। বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস 2018 সালে মেডিকেল কোর্স করতে পারি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ হয়ে গেছিল।কিন্তু হঠাৎই রাশিয়াও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণেই প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হলো না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের। বাড়ি না ফিরতে পাড়ায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। আমাদের মুখোমুখি হয় গোটা পরিবারের আর্তনাদ ঘরের ছেলে ঘরে ফিরুক তারই ব্যবস্থা করুক আমাদের ভারত সরকার। এখন দেখার সরকারিভাবে কতটাই সহযোগিতা মেলে ওই বিশ্বাস পরিবারের। কত দ্রুততার সহিত ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস সেই দিকেই নজর এখন গোটা পরিবারের।