পুরসভা ভোটে আহত বিজেপি কর্মী অনুপ চৌধুরীকে রবিবার রাতে দেখতে হাসপাতালে গেলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূর্মূ।

0
248

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পুরসভা ভোটে আহত বিজেপি কর্মী অনুপ চৌধুরীকে রবিবার রাতে দেখতে হাসপাতালে গেলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূর্মূ। তার সঙ্গে ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা সমেত জেলা বিজেপি নেতৃত্ব। আহত কর্মীকে দেখার পর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মালদার দু’টি পুরসভাতেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন সাংসদ। প্রসঙ্গত, রবিবার ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অক্রুরমণি হাইস্কুলে একটি বুথে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ লাগে। ওই সংঘর্ষে মাথা ফাটে অনুপ চৌধুরী নামে এক বিজেপি কর্মীর। গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতেই এদিন রাতে মেডিকেল কলেজ হাসপাতালে যান সাংসদ খগেন মূর্মূ। রাজ্যের পুরভোটে তৃণমূলের সন্ত্রাসের বিরোধিতা করে সোমবার রাজ্য জুড়ে বারো ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি