সবুজ আবিরে অগ্রিম বসন্ত : শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে উচ্ছ্বাসিত কর্মীরা, জানান প্রয়াত অজয় দের আশীর্বাদ।

0
54

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে 1552 ভোটে জয়ী হলো তৃণমূল প্রার্থী প্রশান্ত গোস্বামী। তিনি বর্তমান বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর পিতা। ওয়ার্ডের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী তরুণ দত্ত তিনি ভোট পেয়েছিলেন 536 টি। এই ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে জয়লাভ করে আসতেন প্রয়াত অজয় দে। তিনি একবার 12 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করা এবং বাকি পাঁচ বারেই এইবার থেকে জয়লাভ করেছিলেন। তাই তাঁর বাসভূমি প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি ঘিরে মহিলা তৃণমূল কংগ্রেসের। প্রাক্তন কাউন্সিলর মঞ্জু দে তাঁর গলায় মাল্যদান করে খুশিতে মিষ্টি বিতরণ করেন। গতবারের মতোই শান্তিপুর পৌরসভা 22 তৃণমূল এবং 02 জন বিরোধী জয়লাভ করেছে এবারেও। তবে বিরোধীদের রং বদলেছে লালের বদল এসেছে গেরুয়া। এবারে এক নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে। অন্যদিকে পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা তিনবারের সৌমেন মাহাতো পরাজিত হয়েছেন 12 নম্বর ওয়ার্ড থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here