আবদুল হাই, বাঁকুড়াঃ দুয়ারে সরকারের ক্যাম্প বসল বিষ্ণুপুর ব্লকের ভড়া কলেজ সংলগ্ন মাঠে। এদিন সকাল থেকেই দফায় দফায় মানুষ আসছে স্বাস্থ্যসাথী থেকে লক্ষীর ভান্ডার, রেশন কার্ড সংশোধন থেকে বৃদ্ধ ভাতা সরকারি সকল রকম পরিষেবা পাওয়ার জন্য। বিনোদনের জন্য বসেছেন শিল্পী ভাতা পাওয়া শিল্পীদের গানের আসর। ভড়া পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ জানান, আমাদের এলাকার বেশিরভাগ মানুষজন সরকারী সমস্ত পরিষেবা দুয়ারে সরকারের আগের ক্যাম্পে কাগজ জমা করেছিলেন তাই আজকের ক্যাম্পে তুলনামূলকভাবে ভীড় অনেক কম। কুচলা মনির বাসিন্দা ছোটন বাউরি জানান কাস্ট সার্টিফিকেট এর জন্য আমরা আবেদন করতে এসেছি আমার স্ত্রী লক্ষীর ভান্ডার পাচ্ছে কিন্তু কাস্ট সার্টিফিকেট না থাকার জন্য মাসিক ৫০০ টাকা করে ভাতা ঢুকেছে।