নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা ব্লকের বেলতলী ভাণ্ডানি এলাকায় আজ বসন্ত উদযাপন কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘মোদের গ্রামে আজ বসন্ত’। এদিন সকালে বণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বৃক্ষ রোপন, স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্কন, কবিতা পাঠ আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এদিন বহু মানুষ এখানেই আনন্দে মাতেন।গ্রামের সুপ্ত প্রতিভা ও গুণগুলোকে রঙিন করে জীবনকে হাসির রঙে রাঙিয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য বলে আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে।
ফালাকাটা ব্লকের বেলতলী ভাণ্ডানি এলাকায় আজ বসন্ত উদযাপন কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল।

Leave a Reply