কোচবিহার, ৪ ফেব্রুয়ারিঃ বেনারসে ভোটের প্রচারে গেলে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার শহরে তৃণমূল যুব কংগ্রেস এবং শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে ওই প্রতিবাদ মিছিল করা হয়। তৃণমূল যুব কংগ্রেসের মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমলেশ অধিকারী, অন্যদিকে আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল রায়ের নেতৃত্বে মিছিল করে তৃণমূল শ্রমিক সংগঠন। আজ ওই দুই মিছিলকে কেন্দ্র করে শহরের রাস্তায় যানজটের সৃষ্টি হতেও দেখা গিয়েছে।
তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনারসে সেখানকার বিধানসভা ভোটের প্রচারে গেলে বিজেপির কর্মীরা তাঁকে হেনস্থা করে। এই ঘটনার প্রতিবাদে আমরা আজ কোচবিহারে প্রতিবাদ মিছিল করছি। এভাবে আমাদের দলনেত্রী আটকাতে পারবে না বিজেপি।” একই ভাবে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মণ বলেন, “আমাদের দলনেত্রীর উপরে হেনস্থার ঘটনার সাথে সাথে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যনার্জী প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেলার সাথে সাথে আমরা এই প্রতিবাদ মিছিল করি কোচবিহারে।”
উত্তরপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা ভোট। এই নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচার করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার প্রচারে সেভাবে কোন বাঁধার মুখে পড়তে হয় নি মমতাকে। কিন্তু সম্প্রতি তিনি মোদীর লোকসভা কেন্দ্র বেনারসে প্রচার করতে যান তিনি। সেখানেই তাঁকে কালো পতাকা দেখানোর সাথে সাথে অশালীন ভাষায় স্লোগান দেওয়া হয় বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে এরাজ্যের প্রায় সর্বত্রই মিছিল করছে তৃণমূল।