ভয়াবহ আগুনে পুড়ে ছারখার পরিবারের সমস্ত আসবাবপত্র।

0
383

­সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি পরিবারের সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গেল। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাজাপুর এলাকায়।ঘটনার বিষয়ে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তা চিত্তরঞ্জন পাল।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে চিত্তরঞ্জন পাল দীর্ঘ প্রায় ত্রিশ বছর যাবৎ এলাকায় বসবাস করছেন। পেশায় তিনি রাজমিস্ত্রীর জোগাড়ে কাজ করেন।পরিবারের একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন কয়েকবছর আগে। পাল দম্পতি বসবাস করতেন যে ঘরে সেই ঘরে ছাউনি ছিল ত্রিপল দিয়ে। অভিযোগ গত প্রায় সাত বছর ধরে এক প্রতিবেশীর সাথে চার শতক সম্পতি নিয়ে গন্ডগোল চলছিল। এমনকি কোর্টে মামলা ও চলছে।প্রতিনিয়ত হুমকীও দিতো।শুক্রবার রাতে আচমকা আগুন লাগায় অভিযোগের তীর প্রতিবেশীর দিকে।
গৃহকর্তা চিত্তরঞ্জন পালের অভিযোগ এদিন রাতে স্বামী-স্ত্রী মিলে রান্নার কাজ করছিলাম বারান্দায় বসে। আচমক ঘরের দিকে নজর পড়তে দেখতে পাই ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকার চেঁচামেচি করলেও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। আমরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে স্থানীয় তালদি এসটি এসসি ওবিসি মাইনোরিটি ওয়েল ফেয়ার সোসাইটির মহিলাদের জানাতে তাঁরাই দৌড়ে এসে জল ঢেলে আগুন আয়ত্বে আনে।আগুনে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথীপত্র পুড়ে ছাই হয়েগেছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছি’।
মহিলা সমিতির সম্পাদিকা রুপালী মন্ডল জানিয়েছেন ‘এলাকায় একটি পরিবারের ঘরে আগুন লাগার ঘটনার কথা জানতে পেরে আমরা দৌড়ে যাই। সেখানে গিয়ে জল ঢেলে আগুন আয়ত্বে আনি।তবে কেউ শত্রুতা করে আগুন দিয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আমরা ওই অসহায় পরিবারের পাশে রয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here