যুদ্ধ পরিস্থিতির মাঝে ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সবংয়ের পড়ুয়া,খুশি পরিবার।

0
668

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- অবশেষে উৎকণ্ঠার অবসান! ইউক্রেন থেকে থেকে বাড়ি ফিরে খুশির মেজাজে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের পড়ুয়া। শনিবার রাত্রে হাঙ্গেরি থেকে দিল্লি হয়ে কোলকাতা থেকে বাড়ি ফিরেছেন সবংয়ের বাসিন্দা সুশোভন বেরা।সুশোভন বেড়া ইউক্রেনের সেন্ট্রাল কিয়েভ মেডিকেল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মাঝখানে সমস্যায় পড়ে ভারত থেকে পড়তে যাওয়া কয়েক হাজার ছাত্র-ছাত্রী। আর তাদের মধ্যেও ছিলেন সবং ব্লকের সবং এর সুশোভন বেরা।রবিবার বাড়ি ফিরতেই পরিবারে দেখা দিল এক খুশির উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল সুশোভনের পরিবার। কখন কি হয় বিপদ, এই আতঙ্কে দিন কাটছিল পরিবারের, অবশেষে বাড়ি ফিরতে খুশির সকলেই।