সুদীপ সেন, বাঁকুড়া:- গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে রাজ্যের বিভিন্ন স্থানের সাথে সাথে বাঁকুড়া জেলাতেও চলছে পশ্চিম বঙ্গ সরকারের দুয়ারে সরকার তৃতীয় পর্যায়ের ক্যাম্প।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের তিলুড়ী পুরাতন হাই স্কুলে ৭ই মার্চ হলো দুয়ারে সরকার ক্যাম্প।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সভাপতি শালতোড়া পঞ্চায়েত সমিতি শ্রী মতি সুস্মিতা কবিরাজ, প্রধান তিলুড়ী গ্রাম পঞ্চায়েত শুভশ্রী চৌধুরী, এবং ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক গণ।
বিভিন্ন মানুষ বিশেষত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড এবং কাস্ট সার্টিফিকেটের জন্য ভিড় জমায়।
সুষ্ঠ ভাবে ,লাইনের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত মানুষকে পরিসেবা দেন সংশ্লিষ্ট বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মী গণ।