আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুর শহরে সন্ত্রাসের প্রতিবাদে শান্তির বার্তা নিয়ে মিছিল করলো নারীশক্তি।

0
271

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুর শহরে সন্ত্রাসের প্রতিবাদে শান্তির বার্তা নিয়ে মিছিল করলো নারীশক্তি।মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস,আর এই দিনে সন্ত্রাসের প্রতিবাদে শান্তির বার্তা নিয়ে পথে নামল নারীশক্তি, এইদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে CPI সংগঠনের মহিলারা পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সন্ত্রাসের প্রতিবাদে এবং শান্তির বার্তা নিয়ে মিছিল করা হয়, এইদিন গোটা ওয়ার্ল্ডে এই মিছিল পরিক্রমা করে, প্রসঙ্গত পৌর নির্বাচনের পর মাঝেমধ্যেই খরগপুর পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডে দেখা গেছে রাজনৈতিক হিংসা।