নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফালাকাটা ব্লক গ্রামীণ মহিলা তৃণমূল কংগ্রেস (পশ্চিমাংশ) উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জটেশ্বর ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছয়টি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে একটি ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা যায়।এদিন এলাকার মহিলাদের সম্বর্ধনা প্রদান করা হয় বলেও জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী সন্ধ্যা বিশ্বাস, তৃণমূল ফালাকাটা টাউন ব্লক সভানেত্রী সুতপা ভদ্র প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফালাকাটা ব্লক গ্রামীণ মহিলা তৃণমূল কংগ্রেস (পশ্চিমাংশ) উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply