নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার জটেশ্বর ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় গ্যাস সিলিন্ডার লিক করে মেলায় আসা দোকানে আগুন লাগার ঘটনা ঘটল। মেলায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা মেলা জুড়েই। দোকানে আগুন লাগার বিষয়টি চাউর হতেই দৌরঝাপ শুরু হয় মেলা প্রাঙ্গনে। পরে মেলা কমিটির কর্মকর্তা দর্শক ও জটেশ্বর ফাড়ির পুলিশের সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ক্ষয়ক্ষতির খবর নেই।
মঙ্গলবার জটেশ্বর ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় গ্যাস সিলিন্ডার লিক করে মেলায় আসা দোকানে আগুন লাগার ঘটনা ঘটল।

Leave a Reply