কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পরিচালনায় মালদা শহরের রবিন্দ্রভবন এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যেয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-‌ কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পরিচালনায় মালদা শহরের রবিন্দ্রভবন এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যেয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজে বিভিন্ন স্তরের নারীদের সংবর্ধনা দেওয়া হয়। সাধারণত সেলাই কিংবা অন্যান্য হাতের কাজ করে মহিলাদের এখানে স্বনির্ভর করার চেষ্টায় ব্রতী হয়েছে আয়োজক কৃষ্ণ কালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার। হাজির ছিলেন মালদা বার অ্যাসোসিয়েশন-‌এর সহ সভাপতি অরবিন্দ ব্যানার্জি, বোলপুর ল কলেজের ফ্যাকালটি শ্রেয়া দাস প্রমুখ। অরবিন্দ ব্যানার্জি বলেন, ‘‌নারীরা এখন এগিয়ে চলেছে। নারীরা কোনো সমস্যায় পড়লে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সারভিস অথারিটি রয়েছে। সেখানে বিনে পয়সায় আইনি পরিষেবা পেয়ে থাকেন সকলে।’‌ ফ্যাকাল্টি শ্রেয়া দাস জানান, ‘‌মেয়েদের আগে শিক্ষা, তারপর সচেতনতা এবং তারপর স্বাধীনতা। তাহলেই নারীরা সমাজে এগিয়ে যেতে পারবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *