নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসা পাওয়ার আশায় পরপর তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা। চিকিৎসা না পাওয়ার কারণে অবশেষে চারদিন বাদে মৃত্যু হল পথদুর্ঘটনায় আহত এক বৃদ্ধর। গত চারদিন আগে শান্তিপুর বাথানগাছি বাজার সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। জানা যায় শান্তিপুর গোয়ালপাড়া খেজুরতলা এলাকার সুকুমার বিশ্বাস নামে এক বৃদ্ধ বাজার করে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই সামনের দিক দিয়ে আসা একটি লরি তাকে ধাক্কা মারে, ওই বৃদ্ধ মাটিতে পড়ে যাওয়ায় লরির চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। যদিও ঘটনাস্থল থেকে ঘাতক লরিটি কে আটক করে শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই বৃদ্ধকে পরিবারের লোকজন শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধ অবস্থা আশংকাজনক হওয়ায় নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। পরিবারের অভিযোগ, সেখানে সিট কম থাকার কারণে ভর্তি নেয় নি হাসপাতাল। এরপর তাঁরা ওই বৃদ্ধ কে নিয়ে কল্যাণী যে এন এম হাসপাতাল যায় সেখানেও একই কারণে ওই বৃদ্ধকে ভর্তি নেওয়া হয়নি। এরপর প্রতিবেশীদের কাছ থেকে অর্থ ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় ওই বৃদ্ধ কে। কিন্তু ওই বৃদ্ধর অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় অর্থের অভাবে ওই নার্সিংহোম থেকে ওই বৃদ্ধ কে পরিবারের লোকজন নিয়ে যায় আবারও শক্তিনগর হাসপাতালে। গতকাল রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বৃদ্ধর। এখন পরিবারের অভিযোগ, চিকিৎসার না পাওয়ার কারনে ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে, সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো বৃদ্ধর মৃত্যু হতো না। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীদের দাবি, ওই বৃদ্ধর পরিবার খুবই দরিদ্র, বৃদ্ধর স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারে না, এখন ওই বৃদ্ধর পরিবারকে কে একবেলা অন্ন জোগাড় করে দেবে। এখন তারা প্রশাসনের কাছে একটাই দাবি করছেন, প্রশাসন যেন ওই বৃদ্ধর পরিবারকে একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে বৃদ্ধর পরিবার।
পরপর তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা, অবশেষে চারদিন বাদে মৃত্যু হল পথদুর্ঘটনায় আহত এক বৃদ্ধর।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220309_174038.jpg)
Leave a Reply