উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে এগিয়ে বিজেপি, জয়ে উল্লসিত কোচবিহারের নেতা কর্মীরা।

মনিরুল হক, কোচবিহারঃ পাঁচ রাজ্যের ভোটে চার রাজ্যের দখল নিতে চলেছে গেরুয়া শিবির। দলের এই জয়ে উল্লসিত কোচবিহারের বিজেপি নেতা কর্মীরা। এদিন দুপুরের পরেই রেজাল্ট স্পষ্ট হতে শুরু করলে কোচবিহার বিজেপি জেলা কার্যালইয়ের সামনে বাজি ফাটিয়ে গেরুয়া আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠে কোচবিহারের বিজেপি নেতা কর্মীরা। চলে মিষ্টি মুখে পালাও।
বিজেপি নেতা বিরাজ বোস বলেন, “আমরা পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে একক ভাবে ক্ষমতায় আসতে চলেছি। এই ব্যাপক জয়ে গোটা দেশে দোলের আগেই দোল উৎসব শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে ১৮ মার্চ দোল উৎসব। তার আগেই আমরাও দোল উৎসবে মেতে উঠেছি।”
উল্লেখ্য, দেশের পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরে বিধানসভা নির্বাচন হয়েছে। আজ সকাল থেকেই দেশের মানুষের নজর ছিল ওই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। বলা হচ্ছিল আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইঙ্গিত এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেই পাওয়া যাবে। বেলা বারার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মনিপুরে বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে। পাঞ্জাব যাচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টির সাথে। কাজেই বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস কার্যত এই নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর তাই বিজেপির আশা আগামী লোকসভা নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার মত সেভাবে আর কোন একক দল রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *