সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়।এমন প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ৩৭ বছরের অধিক সময় ধরে সচেতনতার প্রচার চালিয়ে আসছেন ‘যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং’।
উল্লেখ্য পরিসংখ্যান অনুযায়ী বিগত তিন বছরের দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৫৩৫ জন। ৯ বছরের শিশু মারা গিয়েছে ৮৬ জন। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী ১৬.৭শতাংশ শিশুর মৃত্যু হয়েছে।
যা শিশুদের জন্য আগামী দিন ভয়াবহ।
‘সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়’ এবং ’চলো হাঁটি শিশুদের জন্য’ এমন স্লোগান হাতিয়ার করে গত ১ মার্চ জেলার জয়নগরের পদ্মের হাট হাসপাতাল থেকে তিনজন খ্যাতনামা ব্যক্তিত্ব ডাঃ সুব্রত মৈত্র,ডঃ অশোক বন্দ্যোপাধ্যায়,ডাঃ প্রেম চাঁদ দে নামে তিনটি দলে নিরঞ্জন সরদার,কবীর ইসলাম মাঝি,কৃষ্ণ পদ সাহা,তুষার কান্তি টালি,প্রবীর ঘোষ,পবিত্র মন্ডল,কাবিল জমাদার,হারাণ প্রামাণিক,দেবারুণ চক্রবর্তীরা বিভক্ত হয়ে ব্লক পরিক্রমা করে সচেতনতা করেন হাজার হাজার মানুষকে।সাইকেল পরিক্রমা করে তিনটি দল বৃহষ্পতিবার ফিরে আসে ক্যানিংয়ে।সচেতনতা করে ফিরে আসায় তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করেন যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ মানপত্র সহ পুরষ্কার।ক্যানিং রেলওয়ে ষ্টেশন চত্বরে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালে সর্প বিশেষঞ্জ ডাঃ সমর রায়,ক্যানিং মহকুমা ব্লক স্বাস্থ্য আধিকারী পরিমল ডাকুয়া,বাঙ্গুর হাসপাতালের সুপার শিশির নস্কর,চিকিৎসক দীপক দাস,দেবাশীষ দত্ত সহ অন্যান্য বিশিষ্টরা।
যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার প্রধান বিজন ভট্টাচার্য্য জানিয়েছেন ‘আমরা আমাদের স্থির লক্ষ্যে পৌঁছাতে চাই। যার অর্থ সাপের কামড়ে যাতে আর একটিও মৃত্যু না হয়।
সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়,পদযাত্রার মাধ্যমে সচেতনতা।

Leave a Reply