পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন সমাপ্ত; নব নির্বাচিত কর্মসমিতিতে নবীন প্রবীনের মেলবন্ধন।

মহীতোষ গায়েন, সব খবর নিউজ ডেস্ক:- ১৩ মার্চ,পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৭তম বার্ষিক অধিবেশন সমাপ্ত হলো। এই অধিবেশন উদ্বোধন করেছিলেন বিদ‍্যাসাগ‍র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু। অধিবেশনে মূল নিবন্ধ পেশ করেন অধ‍্যাপক হরবনস মুখিয়া।অধ‍্যাপক আব্দুল ওয়াহাব মাহমুদ স্মারক বক্তৃতা দেন অধ‍্যাপক অন্নপূর্ণা চট্টোপাধ্যায়।
অধিবেশনের ৩দিন প্রবন্ধ পেশ করেন ২শতাধিক অধ‍্যাপক,শিক্ষক,গবেষক।বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক প্রধিনিধি এসেছেন পশ্চিম মেদীনীপুরের রাজা নরেন্দ্র লাল খান উইমেন্স কলেজে অনুষ্ঠিত এই অধিবেশনে।
শেষ দিনে আগামী ৩ বছরের জন‍্য ১৫ জনের নতুন কর্মসমিতি(২০২২-২০২৫) গঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভা শেষে আজ নব নির্বাচিত কর্মসমিতি ঘোষণা করেন সম্পাদক আশীষ কুমার দাস। এদিন নির্বাচিত কর্মসমিতির মধ‍্য থেকে ৬ জন পদাধিকারী নির্বাচিত হলেন;
সভাপতি- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নুরুল হাসান অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়(নব নির্বাচিত)
সহ সভাপতি-অধ‍্যাপক সুস্নাত দাশ(পুনর্নির্বাচিত)
সম্পাদক- অধ্যাপক আশীষ কুমার দাস(পুনর্নির্বাচিত)
যুগ্ম সম্পাদক-অধ‍্যাপক বিমান সমাদ্দার(পূর্বে কোষাধ্যক্ষ)
সহ সম্পাদক-অধ‍্যাপক মহীতোষ গায়েন(পূর্বে ইসি সদস‍্য)
কোষাধ্যক্ষ-অধ্যাপক- সাজেদ বিশ্বাস(নব নির্বাচিত)

কর্মসমিতির নির্বাচিত অন‍্যান‍্য সদস্য হলেন (২০২২-২০২৫):
অধ্যাপক রঙ্গনকান্তি জানা( পুনর্নির্বাচিত),
অধ‍্যাপক-অনুপ পল্ল‍্যে(পুনর্নির্বাচিত),
অধ্যাপক-প্রসেনজিৎ ঘোষ(
পুনর্নির্বাচিত)
শিক্ষক-মিহির কুমার দত্ত(পুনর্নির্বাচিত)
অধ‍্যাপিকা-সুদীপা রায় বন্দ্যোপাধ্যায়
অধ‍্যাপক-রূপকুমার বর্মণ,
অধ্যাপিকা-অপর্ণা বন্দ্যোপাধ্যায়,
অধ‍্যাপক-শুভ্রাংশু রায়,
শ্রী অমিয় ঘোষ।
এবার কর্মসমিতিতে নবীন প্রবীনের মেলবন্ধন ঘটেছে।
সংসদ গঠনতন্ত্র অনুযায়ী এবার কর্মসমিতির সদস‍্য সংখ‍্যা বৃদ্ধি পেয়ে ১৩ থেকে ১৫ হয়েছে।এবারের কর্মসমিতিতে সংযোজিত হয়েছে সহ সম্পাদক পদ। চিত্রে শেষোক্ত ৫ জন সদস‍্য এবং কোষাধ্যক্ষ এই প্রথম কর্মসমিতিতে এলেন। নতুন কর্মসমিতির বিদায়ী সভাপতি ইতিহাসবিদ অধ‍্যাপক রঞ্জিত সেন নব নির্বাচিত সভাপতি ইতিহাসবিদ অধ‍্যাপক অরুণ বন্দ‍্যোপাধ‍্যায় সহ কর্মসমিতির সবাইকে স্বাগত শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *