উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পৌরসভার ভোট রেজাল্ট দু তারিখে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বোর্ড গঠন নিয়ে জল্পনা থেকেই গেছে। তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ পৌরসভা নবনির্বাচিত পৌরপতি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয় কাউন্সিলর রাম নিবাস সাহা।গতকাল তৃণমূল পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌরপতিকে শহর সভাপতি গোনা কয়েকজন কাউন্সিলর কে নিয়ে সংবর্ধনা জানালেন। যে চিত্র কালকে দেখা গিয়েছে তা থেকে অনেকটাই স্পষ্ট ভাবে দেখা গেছে নতুন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌর প্রতি কে অন্দর মহল থেকে কি মেনে নেয়নি, কারন একাধিক হাইপ্রোফাইল নেতাদেরকে কালকে দেখা যায়নি। কিন্তু 10 নম্বর ওয়ার্ডের বিজেপি জয়ী কাউন্সিলর নবনির্বাচিত গৌরাঙ্গ দাস ওরফে গোরা জানালেন এখনো পর্যন্ত বোর্ড গঠন হয়নি আমরা শুনতে পাচ্ছি 25 তারিখের মধ্যেই বোর্ড গঠন হবে। বোর্ড কোন দিকে যাবে বিজেপি দিকেও বোর্ড পুনরায় যেতে পারে এমনই কথা জানালেন 10 নম্বর ওয়ার্ডের বিজেপি বিজয়ী কাউন্সিলর গৌরাঙ্গ দাস। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পৌরপতি পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে কালিয়াগঞ্জে শোরগোল উঠেছে কালিয়াগঞ্জ এর পৌরসভার পৌর প্রতি কার্তিক চন্দ্র পাল হতে পারে তিনি আট নম্বর ওয়ার্ডের জয়ী বিজেপি কাউন্সিলর। যা হবে 25 তারিখেই কালিয়াগঞ্জ এর মানুষ দেখতে পাবে এমনই কথা জানান গৌরাঙ্গ বাবু।
Leave a Reply