চার রাজ্যে বিজেপি সরকার গড়ায় হলদিয়ায় বিজেপির অভিনন্দন যাত্রা,উপস্থিত শুভেন্দু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চার রাজ্যে বিজেপি সরকার গড়ার পর বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে অভিনন্দন যাত্রায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন সন্ধ্যা নাগাদ হলদিয়ার সিপিটি মার্কেট থেকে শুরু করে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত এই অভিনন্দন যাত্রা হয়। যেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মিছিল শেষে মঞ্চ থেকে শুভেন্দু তিনি তার বক্তব্যে শাসকদলের বিরুদ্ধে একাধিক ভাষায় কটাক্ষ ছুড়ে দেন। তিনি বলেন মোদীজি চিরকাল একটাই কথা বলে এসেছেন সবকা সাথ সবকা বিকাশ, সেখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই, শুধু ভেদাভেদ রয়েছে যখন পাকিস্তানি কিছু হলে এখানে বোম ফাটায় তাদের বিরোধী আমরা, পাশাপাশি যুবকদের কর্মসংস্থান এবং শিল্প নিয়ে একাধিক ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *