বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচনের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনের নির্বাচন ছিল। কিন্তু নির্বাচনের আগেই ৫ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়। তাই ১১ টি আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ফলাফল ১৬ টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে। তাই আজ দুবরাজপুর পৌরসভার পথিকৃৎ ময়দানে ১৬ টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলারদের শপথ গ্রহন অনুষ্ঠান হয়। এদিন শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন আধিকারিক পার্থ কর্মকার। পাশাপাশি আজ দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে নির্বাচিত হওয়ায় তাঁকে এবং উপ পৌর প্রধান মির্জা সৌকত আলীকেও শপথ বাক্য পাঠ করান তিনি। এবারে নব নির্বাচিত কাউন্সিলারদের মধ্যে নতুন মুখ বেশী রয়েছে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য সহ আরো অনেকে। এদিন বিভিন্ন ক্লাব, সংগঠন, শুভানুধ্যায়ীরা নব নির্বাচিত ১৬ জন কাউন্সিলারদের এবং পৌর প্রধান পীযূষ পাণ্ডে ও উপ পৌর প্রধান মির্জা সৌকত আলীকে মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
দুবরাজপুর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলারদের শপথ গ্রহন।

Leave a Reply